কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মোঃ ইমরান হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা সদর উপজেলার পালপাড়া ব্রিজের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ইমরান হোসেন স্থানীয় পালপাড়া গ্রামের ফয়েজ আহম্মেদ ফুল মিয়ার ছেলে।
নিহতের চাচা লুৎফুর রহমান জানান, "প্রায় ১০ বছর যাবৎ ইমরান হোসেন মানসিক সমস্যায় ভুগছে। আমরা তাকে পাহারা দিয়ে রাখি। কিন্তু আজ হঠাৎ রেললাইনের পাশে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।"
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এ এস আই করিমুল হক জানান, "ছেলেটি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর