অজ্ঞান পার্টির বিষ মেশানো খাবার খেয়ে মঙ্গলকার রাতে বরিশালের গৌরনদী উপজেলা কমলাপুর গ্রামের একটি পরিবারের শিশুসহ ৫ নারী অচেতন হয়ে পড়েছে। অচেতনদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা সিকিম আলী মল্লিক জানান, "অজ্ঞান পার্টির সদস্যরা তার বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে তাদের পরিবারের রাতের খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে রাখে। ব্যবসাযী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরতে একটু দেড়ি করলে তাকে রেখেই পরিবারের লোকজন তাদের রাতের খাবার খেয়ে ফেলে। এর পর সবাই অজ্ঞান হয়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে ফিরে তার মা নুরজাহার বেগম (৬০), মেয়ে শান্তা (১৫), সানজিদা (১০), বোন সিমা বেগম (২৫), ভাগ্নি জারসি (৫)কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতনদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেন।"
আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এখনও তাদের জ্ঞান ফেরেনি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর