নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ মাছ শিকার করায় ৩ জেলেকে দেড় বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইনের ভ্রাম্যমান আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বাসিন্দা বশির হাওলাদার, সেকান্দার হাওলাদার ও ইসমাইল হোসেন।
বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিন নদী-নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে। এই কার্যক্রম সফল করতে দুপুরে কোস্টগার্ডের সহায়তায় কীর্তনখোলা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। এ সময় মাছ শিকাররত ৩ জেলেকে প্রায় দেড় হাজার মিটার অবৈধ জাল এবং ১০ কেজি ইলিশ সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন