রংপুরের মিঠাপুকুরে খোড়াগাছ এলাকায় একটি কবরস্থানের ভেতর থেকে বুধবার দিবাগত রাতে ৩ লাখ ৮১ হাজার টাকাসহ চুরি যাওয়া একটি সিন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার সিন্দুকের ভেতরে থাকা বিপুল টাকাও উদ্ধার করা হয়েছে। তবে সিন্দুক চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।
জানা যায়, গত ২৪ অক্টোবর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মহাসড়কের পাশে এরশাদ কোল্ড স্টোরেজ থেকে টাকাসহ সিন্দুকটি চুরি হয়ে যায়। ঘটনার পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার