হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা কুদবানু (৯০) বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত রফিক উল্লার স্ত্রী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন জানান, নিহত বৃদ্ধা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বৃদ্ধার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ