সরকার কর্তৃক দরিদ্রবান্ধব কর্মসূচীর আওতায় নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগে ৬৮ টি কার্ড বাতিল করে নতুন কার্ড প্রনয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার এক চিঠি মারফত এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠিয়েছে নেত্রকোনা জেলা খাদ্য অধিদপ্তরের কার্যালয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন জানান, মদন উপজেলার ৮টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচীতে নানা অনিয়মের অভিযোগ উঠে। তারমধ্যে ৪টি অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে।
অভিযোগগুলো হচ্ছে -০১। উপজেলার ৮টি ইউনিয়নে তালিকা তৈরীতে ব্যাপক অনিয়ম, ২। তলিকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী, ডিলারদের আত্মীয়-স্বজন ও একই পরিবারের একাধিক ব্যাক্তির নাম, ৩। চাল বিতরনের শুরতেই প্রত্যেক কার্ডধারীদের নিকট হতে ১০০ টাকা করে অতিরিক্ত টাকা আদায় ও ফতেপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সাবেক আওয়ামীলীগ নেতার পরিবারে ১ টাকা কেজির চাল পাওয়ার অভিযোগ।
এ সকল অভিযোগের প্রেক্ষিতে ফতেপুর ইউনিয়নে (২নং অভিযোগটি) ডিলারের আত্মীয়-স্বজন ও একই পরিবারের একাধিক ব্যাক্তির নাম থাকার প্রমান পাওয়া যায়। তাই পূর্বের তালিকা ত্রুটিপূর্ণ হওয়ায় ৬৮ জনকে বাদ দিয়ে নতুন ৬৮ জনের নামে কার্ড ইস্যু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন