পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার গয়েশবাড়িতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাথিয়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু ও একই উপজেলার পাইকশা গ্রামের মোতালেব হোসেন মিস্ত্রির ছেলে ময়েন উদ্দিন মদন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাস জানান, আতাইকুলা থানার গয়েশবাড়ী গ্রামের একটি বাড়িতে সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে র্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালালে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে বিপুল ও মদন নামে দুই চরমপন্থী নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করেন র্যাব সদস্যরা।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু ও ময়েন উদ্দিন মদন স্থানীয় চরমপন্থী দলের সদস্য এবং শাহজাহান মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি।
এছাড়াও তাদের বিরুদ্ধে আতাইকুলা ও সাথিয়া থানায় বিভিন্ন ধরনের মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম