গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র পান্থ সাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটাবহ এলাকার সোনাইদা বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের খালাত ভাই শুভ সাহাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে নিহতের খালাতো ভাই সুভ সাহা মোবাইল ফোনে পান্থ সাহাকে কালিয়াকৈর বাইপাস স্ট্যান্ডে যেতে বলে। এরপর থেকে পরিবারের লোকজন পান্থ সাহাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করে। বৃহস্পতিবার রাতে আটাবহ এলাকার সোনাইদা বিলে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ পান্থ’র মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শুভ সাহাকে আটক করেছে।
নিহত পান্থ সাহা কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। টাঙ্গাইলের কালিহাতি এলাকার হামিদপুর গ্রামের উত্তমকুমার ও তার ছেলে পান্থ সাহা পরিবার পরিজন নিয়ে চাপাইর এলাকায় ভাড়া থেকে ট্রাক চালান।
কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানাবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম