যশোরের বেনাপোলে সাজ্জাদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি শার্শা উপজেলার বাড়আঁচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ও বেনাপোল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
আহতের মামা পলাশ হোসেন জানান, সাজ্জাদ বেনাপোল বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে ৫/৬ জন সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবণতি হলে সাজ্জাদকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ওহিদুজ্জামান আজাদ জানান, সাজ্জাদের পিঠ ও শরীরে ২০টি সেলাই দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম