ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে দুলু বেগম (৫০) এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার কানুদাসকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগে সাফিয়া বেগম ও তার মেয়ে লাকি বেগমকে আটক করেছে পুলিশ। নিহত দুলু বেগম ওই এলাকার রহিম হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার দুপুরে নিহত দুলু বেগমের বাড়ির পাশের নালা থেকে তার প্রতিবেশি সাফিয়া বেগম ও তার মেয়ে লাকি বেগম কাদা আনতে যান। এসময় দুলু বেগম তাদের নিষেধ করলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশি সাফিয়া বেগম, তার মেয়ে লাকি বেগম ও মেয়ে জামাই জামাল হোসেন ঘর থেকে ধারালো দা এনে দুলু বেগমকে কুপিয়ে আহত করে। স্থানীয় ও রাজাপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র ও পরে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হলে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজাপুর থানার উপ-পরিদর্শক চান মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকেই মা সাফিয়া বেগম ও পরবর্তীতে মেয়ে লাকি বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন