বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে দুই বন্ধুকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, কুমারিয়াজোলা গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে পারভেজ রহমান(২৭) ও দেবরাজ গ্রামের মুনছুর শেখের ছেলে রমজান শেখ(২২)।
বুধবার বিকেল ৪টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা এই দণ্ডাদেশ দেন।
মো. নাজমুল হুদা জানান, পারভেজ ও রমজান দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে তিনি আজ দুপুরে অলিউর রহমানের বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালান। এ সময় ওই বাড়ি থেকে পারভেজ ও তার বন্ধু রমজানকে আটক করা হয়। পুলিশ তাদের স্বীকারোক্তি মতে ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন