খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহ-সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) পুরো জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে পিসিপি।
বুধবার সন্ধ্যায় পিসিপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপুল চাকমা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত কাউকে ছাড়া হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মুহাম্মদ হান্নান জানান, আটককৃতরা বিভিন্ন মামলার আসামি। তাদের ছাড়ার প্রশ্নই আসে না। বিপুল চাকমাকে জেলার পানছড়ি উপজেলা থেকে পুলিশ গ্রেফতার করে। বিপুল চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িস্থ স্বনির্ভর কার্যালয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতিকালে অপর দুইজন বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২০