সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন শুভ (২৬) কে ৭০ টি ইয়াবা বড়িসহ আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের স্টেডিয়াম সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরো একজন তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই লুৎফর রহমান জানান, তাদের কাছে পূর্ব থেকেই খবর ছিল শহরের মিল বাজার এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার দিকে যাবে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ স্টেডিয়ামের সামনে ব্রীজ এলাকায় অবস্থান নেন তারা। রাত সাড়ে ১০ টার দিকে একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তি উক্ত স্থানে আসলে তাদেরকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। পরিস্থিতি বুঝে মোটরসাইকেল ফেলে একজন পালিয়ে যায়। এসময় অপর ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ৭০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তি আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ছেলে সাব্বির হোসেন শুভ বলে জানিয়েছে পুলিশ।
এসআই লুৎফর রহমান আরও জানান, এ ব্যাপারে তিনি নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক মোটর সাইকেলের মালিকানা যাচাইয়ের কাজ চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০১