সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা ও সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের প্রভাষক শেখ আব্দুল ওয়াদুদকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।
নাশকতা মামলায় বুধবার রাত ১টার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার বাধনডাঙা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাধনডাঙা গ্রামের শেখ সামছুদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন মোল্ল্যা জানান, শেখ আব্দুল ওয়াদুদ (৪০) ১৯৯৩-’৯৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের জেনারেল সেক্রেটারি ও ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃত্বে দিতেন তিনি। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি ও পরবর্তী জেলা জুড়ে নাশকতার নির্দেশনা দিতেন তিনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।
তাকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০