মেহেরপুরে ভৈরব নদীতে গোসল করতে নেমে রাবেয়া খাতুন (৫০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া খাতুন সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের ঘটন আলীর স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী জানান, সকালে ওই নদীতে গোসল করতে যান রাবেয়া খাতুন। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। নদীর পাশে তার কাপড় দেখতে পেলেও রাবেয়াকে পাননি। তারা নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির চেষ্টা করেন। অবশেষে না পেয়ে পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলে খবর দেওয়া হয়।
সকাল ১১টার দিকে খুলনা থেকে চার সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৬