নেত্রকোনার লরিচাপায় তানজিনা আক্তার সোমা দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাচার সাথে মোটর সাইকেল যোগে পরীক্ষা দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোমা নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া গ্রামের আব্দর রশিদের মেয়ে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষার তৃতীয়দিনের মত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক চাচার সাথে চল্লিশা মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল সোমা। পথিমধ্যে উত্তর বিশিউরা সংসদ বাজার মোড়ে মোটরসাইকেলটি পৌঁছতেই মোড় ঘোরার সময় সাইকেল থেকে ছিটকে পড়ে সোমা। এ সময় অন্যদিক থেকে আসা লরি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সোমাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার জন্য শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে অতি শিগগির দিনের বেলায় লরি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৬/মাহবুব