ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা অশংঙ্কাজনক।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ।
জানা গেছে, হরিপুর উপজেলার তালুকদারপাড়ার মজিবুর রহমান চৈতু ও রানীশংকৈল উপজেলার আনসারডাঙ্গী গ্রামের নুহু মোড়ল এর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। নিহত ব্যাক্তি রাণীশংকৈল উপজেলার আনসারডাঙ্গী গ্রামের শাহাজান আলী।
পুলিশ ও পরিবারের স্বজনরা জানান, হরিপুর উপজেলার মোলানী গ্রামে রোপনকৃত ধানকাটাকে নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হলে গুরুতর অবস্থায় ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে জরুরি বিভাগে একজন মারা যায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অশংঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৬/মাহবুব