নাশকতার মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাঝপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ গ্রেফতাকৃত যুগ্ম আহ্বায়ক আলী প্রধানের মুক্তি দাবি করেছেন। তিনি অবিলম্বে আলী হোসেন প্রধানের মুক্তি দাবি জানিয়ে বলেন, হয়রানি করার উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এসআই আমিনুল ইসলাম জানান, আলী হোসেন প্রধানের বিরুদ্ধে বিএনপির জ্বালাও পোড়াও এবং ভাংচুর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ নভেম্বর, ২০১৬/মাহবুব