কালকিনি পৌর এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে সড়কের দু'পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন কালকিনি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার। আজ সকালে কালকিনি পৌরসভা কার্যালয়ে পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
এদিকে পৌর এলাকার সড়কসমূহকে দখল মুক্ত করতে মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সুশিল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার