কুমিল্লার চৌদ্দগ্রামে বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে শাহানা বেগম (২৬) নামের এক গৃহবধূ গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শাহানা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের ওয়াসিম মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংসারে স্বামীর সাথে শাহানার পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে শাহানা বৃহস্পতিবার সকালে সবার অগোচরে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ শাহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৪