সিরাজগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়কর অফিসের সামনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
মেলার উদ্বোধন উপলক্ষে বক্তব্য দেন বগুড়া কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান, ব্যাংক কর্মকর্তা রমেন্দ্রনাথ মন্ডল, সিরাজগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি নাজমুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য প্রমুখ।
বক্তারা বলেন, করদাতাদের জন্যই দেশ এগিয়ে যাচ্ছে। একটু আত্মত্যাগ করে সবাই কর দিলে আমাদের ভিশন-২০২১ পূরণ সম্ভব হবে।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৩