বাগেরহাট জেলা সদরের তিনটি ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে ষাটগম্ভুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর এই তিনটি ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, সরকারের ২০২১ সালকে (ভিশন) সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তিনটি ইউনিয়নকে নয়, পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে।