বরিশালের বানারীপাড়া উপজেলায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে নূরজাহান আক্তার জিহান (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত নূরজাহান আক্তার বানারীপাড়ার নরউত্তমপুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নুরুল হকের মেয়ে। সে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন নূরজাহান। গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৩টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম তাকে মৃত ঘোষণা করেন।
নূরজাহানের মা নাছিমা বেগম জানান, নূরজাহান জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে যায়। পরীক্ষা শেষ হওয়ার কিছু সময় আগে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূরজাহান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৫