ধামরাইয়ের বারবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতি করার সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার (০২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, রাতে গাবতলী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে যাত্রী পরিচয়ে ওঠে ডাকাতদল। পরে ডাকাতরা ড্রাইভারকে জিম্মি করে। এ সময় বাসের যাত্রীরা চিৎকার করলে সাভার থানার কর্মরত পুলিশ টের পেয়ে বিষয়টি ধামরাই থানায় জানান। ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে বাস থেকে পাঁচ ডাকাতকে আটক করে।
আটক পাঁচজন হলেন- কুমিল্লার মতলব থানার হরিনা দ্দেরিঘাট গ্রামের হাফিজ চকিদারের ছেলে জাফর আলম (২০), নাটোরের সিংড়া থানার ডানমনি গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. মোতালেব হোসেন (২০), যশোরের মনিরামপুর থানার হাজিরামাটি গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর (২৬), বগুড়ার ধুনট থানার মাদারভিটা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রবিন (২১) ও লক্ষ্মীপুরের রায়গঞ্জ থানার চরনিজামপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. সুমন মিয়া (২২)।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৬