বরিশালের বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দিরের ৫টি প্রতীমা কুপিয়ে ও খুুঁচিয়ে ক্ষতিগ্রস্থ করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার ভোররাতে মুখে কাপড় বেঁধে এসে এ ঘটনা ঘটায় ওই ব্যক্তি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী রেনুবালা দেবনাথ জানান, মন্দিরের পাশ্ববর্তী বাসিন্দা রেনুবালা জনৈক এক ব্যক্তিকে একটি শাবল নিয়ে মন্দিরের দিকে যেতে দেখেন। তখন তিনি ভয়ে কোন শব্দ করেননি। এরপর গেটের তালা ভেঙে ওই ব্যক্তি মন্দিরে প্রবেশ করে এবং মন্দিরের মূর্তিগুলোকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রেনু বালা ওই ব্যক্তিকে জাপটে ধরার চেষ্টা করলে সে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
শ্রী শ্রী হরিসভা মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারি বাবুল দাস জানান, সকালে এ ঘটনা জানাজানি হওয়ার পর মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান জানান, সিসি টিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ভিডিও ফুটেজে লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে একটি শাবল নিয়ে মন্দিরে প্রবেশ করতে দেখা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৭