নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাসিপুর গ্রামের আলমগীর হোসেনের (৩৮) বিরুদ্ধে তার স্ত্রী শানু আক্তারকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে। নিহত শানু একই উপজেলার মোহাম্মদপুর ই্উনিয়নের কুলশ্রী গ্রামের মৃত আনোয়ার উল্যাহর মেয়ে।
নিহতের স্বজনরা জানান, আজ ভোরে আলমগীরের পরিবার শানু আক্তার আত্মহত্যা করেছে বলে তাদের খবর দেয়। কিন্তু তারা এসে দেখে শানুর নিথর দেহ মেঝেতে পড়ে আছে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তের দাগ লেগে আছে। স্বজনদের দাবি শানুকে পরিকল্পিত ভাবেই স্বামী ও তার পরিবারের লোকজন হত্যা করেছে।
চাটখিল থানার এসআই রেজাউল করিম জানান, তিনি লাশটি মেঝেতে পেয়েছেন, তবে গলায় উড়না পেছানো ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/3