দিনাজপুরে মঞ্জুরুল ইসলাম নামে এক যুবককে অমানবিক নির্যাতন করে হত্যার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে র্যাব। নিহত মঞ্জুরুল ইসলাম সদরের শশরা ইউনিয়নের মহতুলাপুর গাজারমারি গ্রামের আবদুল কাদেরের ছেলে। এই ঘটনায় নিহতের ভাই মতিউর রহমান বাদি হয়ে বুধবার রাতে শহর যুবলীগের ১১নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেফতার দু'জন হলো, দিনাজপুর জেলা সদরের খোদমাধবপুর এলাকার আব্দুল মতিনের ছেলে গোলাম মির্জা মামুন (৩৫) ও ৩নং উপশহর এলাকার ইউসুফ আলীর ছেলে মিথুন (৩০)।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, নিহতের বড় ভাই কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় দু'জন আসামিকে গ্রেফতার করে কোতয়ালী থানায় সোর্পদ করেছে র্যাব। বাকী আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার