বরিশাল নগরীর কাঠপট্টি রোডে মুক্তিযোদ্ধা কল্যাণ পুনর্বাসন ও বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে ১২ জুয়ারীকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের সাইনবোর্ড ব্যবহার করে অপকর্ম চালাচ্ছিল এই চক্রটি। তাদের আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/7