খাগড়াছড়িতে ইউফিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি‘র) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা, সহ:সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তি দাবিতে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে।
অবরোধে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। পিকেটাররা সকালের দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের জামতলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এছাড়াও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বেশ কয়েকটি গাড়ি পিকেটাররা ভাংচুর করে।
জেলা সদরে বৃহস্পতিবার হাটবার থাকায় অবরোধের প্রভাব পড়েনি। হাট মিলেছে প্রতি সপ্তাহের মতোই। শহরের অভ্যন্তরে টমটম রিক্সা, চাদেঁর গাড়িসহ সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। দূর- দূরান্তের জেএসসি পরীক্ষার্থীদের অবরোধের ফলে কেন্দ্রে পৌঁছাতে দূর্ভোগে পোহাতে হয়েছে। অবরোধে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি নাইট কোর্চ পুলিশী পাহারায় খাগড়াছড়ি পৌঁছে।
উল্লেখ্য, বিপুল চাকমাকে জেলার পানছড়ি উপজেলা থেকে পুলিশ গ্রেফতার করে। বিপুল চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িস্থ স্বনির্ভর কার্যালয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতিকালে অপর দুইজন বিনয়ন চাকমা ও অনিল চাকমাকে আটক করা হয়। শহরে পুলিশ পাহারা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন