বাগেরহাটের মোরেলগঞ্জে জেএসসি ভোকেশনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক ছাত্র ও কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হচ্ছেন, এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাজমুন নাহার হ্যাপি ও ওই বিদ্যালয়ের ছাত্র সীমান্ত শাহারিয়ার রুদ্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কেজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র হতে এদেরকে বহিষ্কার করেন।
ইউএনও জানান, ওই কক্ষে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নকল সহ হাতেনাতে ধরা পড়ে এবং একই বিদ্যালয়ের শিক্ষিকা বিধিবহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলো। এ সম্পর্কে কেন্দ্র সুপার নুরুল ইসলাম তালুকদার জানান, শিক্ষক স্বল্পতার কারণে ওই অনিয়ম করা হয়েছিলে।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন