নেত্রকোনার মোহনগঞ্জে শ্রমিক নেতা, ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদেরকে তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের কোর্টে চালান দিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন: উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সেক্রেটারি কামাল পারভেজ, সাবেক থানা ছাত্রলীগের আহ্বায়ক মজিবুর রহমান, আমজাদ ও কমল। তাদেরকে বুধবার মধ্যরাতে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের শিয়ালজানি সেতু এলাকা থেকে মজিবুর ও আমজাদকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এছাড়াও মোহনগঞ্জ পাইলট স্কুলের সামনে থেকে কামাল পারভেজ ও কমলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও ৩৯ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
ওসি আরও জানান, মজিবুর রহমান এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে বলে জানান ওসি। আটককৃত চারজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ