লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে ব্যবসায়ী সাফিউল বাশার পলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ সুজন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জানা গেছে, আটক সুজন পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ব্যবসায়ী সাফিউল বাশার পলের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার। আটকের পরে তাকে রংপুর র্যাব- ১৩ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ওই ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে র্যাব সূত্র জানায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনি শংকর কর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/২১