চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লা গ্রামে যৌন হয়রানির অভিযোগে তারিকুল ইসলাম বাবু (২১) নামে এক যুবকের একবছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলার নির্বাহী হাকিম কেএম মামুন উজ্জামান এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডাদেশের পর পরই দণ্ডিত তারিকুলকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারিকুল ভীমরুল্লা গ্রামের মো. ইস্রাফিল হোসেনের ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভীমরুল্লা গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক ওই যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। অভিযোগের ভিত্তিতে ইউএনও বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ভীমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। যৌন হয়রানির শিকার স্কুলছাত্রীর উপস্থিতিতে অভিযুক্ত তারিকুল ইসলাম আদালতের কাছে অভিযোগ স্বীকার করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালতের বিচারক দণ্ডবিধির ৫০৯ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ