বাগেরহাটের মোরেলগঞ্জে কাস্টমার নিয়ে দুই স্বর্ণকারের কাড়াকাড়ির ঘটনায় অপু কর্মকার (৩০) নামে একজন নিহত হয়েছেন। আজ বিকেল ৪টায় মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত স্বর্ণালংকার ব্যবসায়ী অপু কর্মকার আলতিবুরুজ বাড়িয়া গ্রামের মৃত সুধাংশু কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পোলেরহাট ফাঁড়ি পুলিশের কর্মকর্তা এস.আই মাসুদ আলম জানান, পোলেরহাট বজারের জুয়েলারী ব্যবসায়ী অপু কর্মকার ও শ্যামল কর্মকারের সাথে কাস্টমার নিয়ে বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এতে অপু ঘটনাস্থলে জ্ঞান হারান। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাসেদুল আলম জানান, মারপিটের কোন ঘটনা ঘটেনি। অপু স্ট্র্রোক করে মারা গেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার