ঝিনাইদহ শহরের আরাপপুরে দেয়াল চাপা পড়ে সাহেব আলী ( ৪৫ ) নামে এক নির্মাণ শ্রমিক নিহত ও আরো এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, শহরের আরাপপুরে পশু হাসপাতালের সামনে একটি মার্কেটের স্থাপনা ভাঙার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। এ সময় পেছন দিক থেকে একটি দেয়াল ভেঙ্গে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সাহেব আলী। আহত হয় সোহাগ নামের অপর এক শ্রমিক।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন