সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নে ২ ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, বাদাঘাট ইউনিয়নের শিমূলতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে শাহানুর (১৩) মায়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে। অপরদিকে উত্তর বড়দল ইউনিয়নের বারোহাল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মানিক মিয়া (১৮) বাদাঘাট বাজারে চুরির অপবাদ সহ্য করতে না পেলে বিষপানে আত্মহত্যা করে।
তাহিরপুর অফিসার ইনচার্জ নন্দন ধর এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাহিরপুর থানায় পৃথক ২টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০২