বগুড়ার ধুনটে নিত্তিপোতা গ্রামে বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ এনে প্রতিবেশী রেজাউল করিমের বিরুদ্ধে বৃহস্পতিবার কিশোরীর মা মামলা করেছেন। বাকপ্রতিবন্ধী ওই কিশোরী নিত্তিপোতা গ্রামের এক কাঠ মিস্ত্রির মেয়ে। মা ঝিয়ের কাজ করেন। জানা যায়, ধর্ষণের খবরটি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ ওই ছাত্রীর বাবাকে থানায় ডেকে এনে দোষীদের বিরুদ্ধে মামলা নেয়।
শাজাহানপুর থানার ওসি মাসউদ চৌধুরী জানান, ঘটনার পর ওই ছাত্রীর বাবাকে থানায় ডেকে এনে তিন বখাটের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/9