মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মধ্য বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বগাধর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা মেহগনি গাছের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অন্য স্থানে হত্যার পর দুর্বৃত্তরা লাশ উক্ত স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির পরণে প্যান্ট ও সার্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১১