ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জ জেলার মাধবপুর ও মনতলা, সুনামগঞ্জ জেলার ছাতক বাজার, মৌলভীবাজার জেলার কামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা এই নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করেন। প্রকৃত হামলাকারী ও উস্কানীদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/10