রংপুরে ছকিনা খাতুন (০৯) নামে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশু কাউনিয়া উপজেলার চর চতুরা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। এ ঘটনায় বাড়ির গৃহকর্ত্রী জাহানারা বেগমকে (৪২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের শালবন ইন্দ্রামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ছকিনাকে গৃহকর্মী হিসেবে বাড়িতে নিয়ে আসে মানিক ও জাহানারা দম্পতি। বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর রাত ১১টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় ওই দম্পতি। মরদেহ দাফনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা কাউনিয়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে হাসপাতাল থেকে প্রদত্ত ভর্তি ও মৃত্যুর সার্টিফিকেট দেখতে চান। তা দেখাতে না পারায় বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তানবীরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাত ১টার দিকে জাহানারা বেগমকে আটক করে। এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহানারা বেগমকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১২