সম্প্রতি সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে শের-ই-বাংলা পার্কমোড়ে ঢাকা-বাংলাবান্ধা মহা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি কল্যান কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়,পঞ্চগড় পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিক, সম্পাদক সুভাস চন্দ্র রায়, জ্যোতিষ চন্দ্র রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার