ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সালাম (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভরানোর ঝলঝলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সালাম ভানোর গ্রামের করিমের ছেলে ও ধনির হাট উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সালাম মোটরসাইকেল চালিয়ে নেকমরদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভানোর ঝলঝলি মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৩