কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিনদিন নিখোঁজ থাকার পর জজ মিয়া (২৮) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মাইজহাটি গ্রামের আফিরউদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি চালকলের কর্মচারী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জজ মিয়া গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাইজহাটি গ্রামে যায়। সেখানে সড়কের পাশে একটি জমিতে লাশটি পড়েছিল। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, লাশটি ফুলে গেছে এবং মুখ ও হাতের বেশ কিছু অংশ শিয়ালে খেয়ে ফেলেছে।
কী কারণে, কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ