বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ শনিবার সকাল থেকে পটুয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলার সর্বত্র।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভোররাত থেকে পুরো জেলায় শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। পায়রা সমুন্দ্র বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৪ দশমিক ৭ মিলিমিটার ও ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খেপুপাড়া রাডার স্টেশন ইনচার্জ তড়িৎ প্রকৌশলী শাহ আলম জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার ও মংলা সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
সাগর উত্তাল রয়েছে। জেলেদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার জন্য বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ