দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে নোয়াখালীর মূল ভূখন্ড এবং ঢাকা-চট্রগ্রামের সব ধরণের যোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়ায় সী-ট্রাকসহ সকল নৌ চলাচল বন্ধ রয়েছে। হাতিয়ার সাথে জেলা সদরসহ দেশের অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে বেড়ি বাঁধের বাইরে চর কিং, চর ঈশ্বর, সুখ চর ও নিঝুম দ্বীপসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নদী উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে অবস্থান করতে বলা হয়েছে। উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে বৃষ্টি ও ঝড়ো বাতাস বইছে।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মো. মঈনুদ্দিন জানান, বৈরী আবহাওয়ার জন্য সী-ট্রাকসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চলের কয়েকটি এলাকায় পানি উঠেছে। তবে এটি ক্ষণস্থায়ী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ