মেহেরপুরে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
র্যালিটি বের হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবির, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, ব্যবসায়ী খুদিরাম হালদার। জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন শ্বাশত নিপ্পন।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১২