নেত্রকোনা চন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে ভূমিকম্প পরবর্তী অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় নেত্রকোনা ফায়ার স্টেশনের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার স্টেশনের ওয়ার সার্ভিস ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল এ মহড়া পরিচালনা করে।
নির্মল চন্দ্র সরকার বলেন, ভৌগলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশকে ঝুকিপূর্ণ, অধিক ঝুকিপূর্ণ ও কম ঝুকিপূর্ণ এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলা অধিক ঝুকিপূর্ণ অবস্থানে থাকায় ফায়ার সার্ভিস এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি স্কুল কলেজে প্রস্তুতি মহড়া পরিচালনা করা হবে। সকলের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগ মোকাবেলায় যাতে স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসতে পারেন তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৬/ফারজানা-১৩