এলজিইডির ঠিকাদারদের মান বজায় রেখে সঠিক সময়ে উন্নয়ন কাজ সম্পন্নের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাটপ্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, উন্নয়ন কাজে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবেনা। উন্নয়ন কাজের মান নিয়ে কোন আপস নেই। দিনরাত পরিশ্রম করে জামালপুরের উন্নয়নে আমি সাধ্যমত কাজ করে যাচ্ছি। কোন ঠিকাদার বা কর্মকর্তার গাফেলতির কারণে কাজে ত্রুটি হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
শনিবার জামালপুর জেলা এলজিইডি ভবনে এলজিইডি কর্মকর্তা ও ঠিকাদারদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এলজিইডির প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আকন্দ, নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী সাইদুজ্জামান সাদেক, সহকারী প্রকৌশলী মির্জা মো. তাহেরুল হক, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৪