“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ৪৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় নেত্রকোনা পাবলিক হলের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষণি করে পাবলিক হলে এসে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পরে পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সকল সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৫