বগুড়ার ধুনটের মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম প্রত্যেককের ৫ হাজার টাকা করে জরিমানার নির্দেশ প্রদান করেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ধুনট উপজেলার চুনিয়াপাড়ার শাহ আলী (৫০) ও ধুনট সদরপাড়ার গোলাম রব্বানীর ছেলে মহসীন আলম (১৯)।
ধুনট থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, শুক্রবার দিবাগত রাতে গোসাইবাড়ি বাজার থেকে তাদেরকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।
বিডি প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৬/হিমেল-১৮